শ্রীনগর উপজেলার কোলাপাড়ায় বেহাল রাস্তা
প্রকাশিত : ০৭:২৬ AM, ৬ অক্টোবর ২০১৯ রবিবার ২২৩ বার পঠিত
শ্রীনগর উপজেলার কোলাপাড়ায় প্রায় ৩ কিলোমিটার বেহাল রাস্তার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। রাস্তাটি কোলাপাড়া ইউনিয়নের ঢাকা-মাওয়া মহাসড়কের সমষপুর থেকে কোলাপাড়া বাজার হয়ে জষলদিয়ার ওয়াসা রোডের সাথে সংযুক্ত হয়েছে। পুরো রাস্তা খানাখন্দ্বে ভড়ে গিয়ে চলাচলে অনুপোযোগী হয়ে পড়েছে। গত ৭-৮ বছরেও রাস্তাটির কোনও সংস্কার কাজ করা হয়নি। সমষপুর থেকে কোলাপাড়া বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার ভাঁঙাচুরা রাস্তা এখন মরনফাদে পরিনত হয়েছে। কোলাপাড়া বাজার থেকে জষলদিয়া ওয়াসা রোড পর্যন্ত বাকি ১ কিলোমিটার রাস্তাও খুবই বেহাল।
সরেজমিনে দেখা যায়, গুরুত্বপূর্ণ এ রাস্তায় প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে থাকেন। জষলদিয়ার ওয়াসা রোড থেকে কোলাপাড়া বাজার হয়ে ঢাকা-মাওয়া মহাসড়কের সাথে সংযুক্ত হয়েছে রাস্তাটি। রাস্তার প্রায় সবখানেই খানাখন্দ্বে ভড়ে গিয়ে যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। এতে করে এলাকার মানুষের চরমদুর্ভোগ পোহাতে হচ্ছে। অপর একটি সূত্র জানায়, এ রাস্তায় দিন রাত বালুভর্তি ট্রাক ও মাহিন্দ্রা চলাচলের কারণে রাস্তাটি আরো বেহাল হয়ে পড়েছে।
কোলাপাড়া বাজারের ব্যবসায়ী মো. নজরুল, ওপেল,ওয়াসিমসহ অনেকেই বলেন, রাস্তার কার্পেটিং উঠে গিয়ে অনেকাংশে বড় আকারের গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তায় এখন যানবাহন চলাচলে অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। রাস্তা খারাপের কারণে প্রায় সময়ে অটো, রিক্সা, মোটরসাইকেল যাত্রী দুর্ঘটনার স্বীকার হচ্ছেন।
এলাকাবাসীর দাবী, গত ৭-৮ বছরে রাস্তারটির কোনও সংস্কার কাজ করা হয়নি। রাস্তাটির সংস্কার কাজের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আর্কষন করেন তারা।
কোলাপাড়া ইউনিয়ন পরিষদ সূত্রে জানাযায়, এলাকাবাসীর দুর্ভোগ লাঘবের জন্য গুরুত্বপূর্ণ রাস্তাটির সংস্কার কাজের জন্য তদবীর-চেষ্টা চলছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।