শুভ সকাল
প্রকাশিত : ০৫:১৮ AM, ২৭ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার ২৩৩ বার পঠিত
আসুক তোমার পাতায় প্রতিটি ভোর
ভাঙুক না ঘুমের ঘোর,
প্রভাতের রবি দাঁড়িয়ে আছে দারে
অভ্যর্থনা জানাও তারে।
চারিদিকে আলো ছড়িয়েছে দিবাকর
আলোকিত মনের ঘর,
ঘরের মাঝে রূপের সাজের বাহার
বলো মন নিয়েছো কাহার ?
মনে হয় আজ রাতে ছিল ফুলশয্যা
লজ্জাবতী ভাঙলো লজ্জা
অবাক করা দৃষ্টিনন্দিত যুগল আঁখি
তার স্বপ্নের মাঝেই ভাসি ।
প্রাতের আভা লেগেছে তোমার গায়ে
ভাস্কর আলতা পায়ে
মেঘেরাও তোমায় দেখে মুখ লুকায়
সবিতা নতুন পথ দেখায়।
এভাবেই চলে তরী নামের জীবন
দিনপতি দিবে কিরণ,
এভাবেই চলতে থাকে দিনকাল
তোমার তরে শুভ সকাল।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।