শিল্পী হওয়ার আগেই তারকা হতে চান সবাই
প্রকাশিত : ১১:৪৫ AM, ৫ অক্টোবর ২০১৯ শনিবার ২১৬ বার পঠিত
অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। একাধারে তিনি অভিনয় শিল্পী, কণ্ঠশিল্পী ও নির্দেশক। তবে টিভি অভিনেত্রী হিসেবেই বেশি পরিচিতি লাভ করেছেন। বড় পর্দায়ও মাঝে মধ্যে দেখা যায়। মান্নার বিপরীতে প্রথম ছবি ‘শত্রম্ন শত্রম্ন খেলা’র পর মাঝখানে বেশ কিছু সময় সিনেমা থেকে দূরে ছিলেন। দীর্ঘদিন পর তিনি সম্প্রতি নতুন দুটি সিনেমার কাজ শেষ করেছেন। অভিনয় ও সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা হলো তার সঙ্গে…
শিল্পী হওয়ার আগেই তারকা হতে চান সবাই
গান, অভিনয় ও উপস্থাপনা তিনটিতেই ব্যস্ততা চলছে। ধারাবাহিকের পাশাপাশি খন্ড নাটকেও কাজ করছি। তিনটি ধারাবাহিকে কাজ করছি। গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ‘ভালোবাসার আলো আঁধার’, শামীম জামানের ‘চিটার ডটকম’ এবং ভুবনের ‘চিরকুমারী সংঘ’। এ ছাড়া শিগগিরই একাধিক ধারাবাহিকে কাজ শুরু করব। ধারাবাহিকের ফাঁকে সুযোগ পেলে খন্ড নাটক ও বিজ্ঞাপনে কাজ করা হচ্ছে।
বর্তমান নাটক…
এখন অনেক চ্যানেল। আবার ইউটিউব চ্যানেলও রয়েছে। সব মিলিয়ে প্রচুর নাটক হচ্ছে। এর মধ্যে মানসম্মত নাটকও প্রচার হয়। মন্দ যে হচ্ছে না তা নয়। তবে নাটকে বিভিন্ন সমস্যা রয়েছে। এর মধ্যে অন্যতম বাজেট স্বল্পতা। বাজেটের কারণে অনেক ভালো গল্পের নাটক মন্দ হচ্ছে। নির্মাতার মনের মতো কাজ করতে পারছেন না। আসলে নাটকের নানা সংকট ও সমস্যাগুলোর সমাধানে পৃষ্টপোষকদের সচেতন হওয়া দরকার। তারা যেভাবে চাচ্ছেন, সেভাবেই নাটক তৈরি হচ্ছে। আর নতুন যারা আসছেন, তারা কিছু না শিখেই আসছে। শিল্পী হওয়ার আগেই তারকা হতে চায় সবাই।
দীর্ঘদিন পর চলচ্চিত্রে…
আমি আসলে মানসম্মত চলচ্চিত্রে কাজ করতে চাই। চলচ্চিত্রের প্রতি আমার আগ্রহ আগে থেকেই। এর আগে চলচ্চিত্রে কাজ করলেও নিয়মিত হতে পারিনি। কারণ যখন চলচ্চিত্রে কাজের প্রস্তাব পেতাম তখন চলচ্চিত্রের পরিবেশটা তেমন ছিল না। বয়সও কম ছিল। এখন পরিবেশ অনেকটা ভালো। সে জন্যই ইতোমধ্যে দুটি চলচ্চিত্রের কাজ শেষ করেছি। নুর আলম আতিকের ‘মানুষের বাগান’ ও গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ-পুণ্য’। ছবি দুটির গল্প গতানুগতিক নয়। চরিত্রেও ভিন্নতা রয়েছে। ‘মানুষের বাগান’ ছবিতে আমি যা, পাপ-পুণ্যে তা নই। দারুণ এক গল্প নিয়ে ‘মানুষের বাগান’ ছবিটি নির্মিত হয়েছে। এখানে গরীব পরিবারের এক সংগ্রামী মেয়ের চরিত্রে দেখা যাবে আমাকে। আর ‘পাপ-পুণ্য’ ছবির চরিত্র ও গল্প নিয়ে আপাতত কিছু বলা যাবে না। এটা চমক হয়েই থাক।
মঞ্চ নির্দেশনায় ..
প্রথমবারের মতো মঞ্চ নাটকে নির্দেশনা দিয়েছি। নাটকের নাম ‘খ্যাতির বিড়ম্বনা’। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে এ নাটকে অভিনয় করেছে আমাদের গানের স্কুল ‘আনন্দম সংগীতাঙ্গন’র শিশুশিল্পীরা। গত ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এর প্রথম প্রদর্শনী হয়েছে। প্রদর্শনীর পর প্রশংসাও পেয়েছি।
শিশুদের নিয়ে কাজ…
শিশুদের নিয়ে কাজ করতে আমরা বরাবরই অনাগ্রহ, প্রচন্ড উদাসিন। বিনোদন যেন শুধু বড়দের জন্যই। মঞ্চ, টিভি কিংবা অন্য কোনো ক্ষেত্রে শিশুদের নিয়ে কাজ তেমন একটা কাজ হয় না। শিশুদের নিয়ে আমাদের কারো কোনো চিন্তা নেই। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জায়গাতেই শিশুদের সুস্থ্য বিনোদন ও পরিবেশের অভাব। এক সময় শিশুদের নিয়ে বিটিভিতে ভালো কাজ হতো। এরপর বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল এলেও বাচ্চাদের নিয়ে অনুষ্ঠানের গুরুত্ব দেয়া হয়নি। তবে ইদানীং শিশুদের নিয়ে বিভিন্ন চ্যানেলে কাজ শুরু হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।