শাহজাদপুর প্রিমিয়ার লীগ টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন ঈগল
প্রকাশিত : ১০:৩৪ AM, ১০ মার্চ ২০২১ বুধবার ৬৪ বার পঠিত
বিশেষ সংবাদদাতা :
শাহজাদপুর প্রিমিয়ার লীগ টি-টোয়েন্টি (এসপিএল) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯মার্চ) বিকেলে শাহজাদপুর হাইস্কুল মাঠে জাঁকজমক পূর্ণভাবে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে শাহজাদপুর কিংসের মুখোমুখি হয় শাহজাপুর ঈগল। শাহজাদপুর কিংসকে শাহজাদপুর ঈগল ১০ উইকেটে পরাজিত করে জয়লাভ অর্জন করে।
ব্যাটিং করতে নেমে শাহজাদপুর ঈগল নির্ধারিত ২০ ওভার ব্যাট করে সব কয়টি উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করে। জবাবে শাহজাদপুর ঈগল ১২ ওভারে কোন উইকেট না হারিয়ে জয় লাভ করে।
ফাইনাল ম্যাচে ৪ ওভারে ২০ রান খরচ করে ৪ উইকেটে লাভ করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন শাহজাদপুর ঈগলের পেসার তোফায়েল। অপরদিকে টুর্নামেন্টে ৭ ম্যাচে ২৮৩ রান সংগ্রহ ও ১১ উইকেট শিকার করে টুর্নামেন্ট সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছে শাহজাদপুর টাইগার্সের অলরাউন্ডার অর্নব।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিরতণ করেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ শামসুজ্জোহা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি অফিসার (ভুমি) মাসুদ হোসেন, বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও শিল্পপতি কেএম আতিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামছুল আলম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, শেখ কাজল, উপজেলা ক্রিকেটার্স এ্যাসেসিয়েশনের সভাপতি মারুফ হোসেন সুনাম, সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, কাউন্সিলর জহরলাল হোসেন, ছাত্রলীগ নেতা রানা শেখ, ক্রীড়ানুরাগী সংগ্রাম প্রমুখ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।