শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রকাশিত : ০৭:১৭ PM, ৩০ সেপ্টেম্বর ২০১৯ সোমবার ২৫২ বার পঠিত
সিরাজগঞ্জ শাহজাদপুরে সোমবার(৩০সেপ্টেম্বর) শারদীয় দুর্গাপূজা ২০১৯ উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুরের স্থানীয় এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন।
শাহজাদপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল কুন্ডুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান প্রমূখ।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়র নাছির উদ্দিন, সাবেক অধ্যক্ষ এএম আব্দুল আজীজ, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান, শাহজাদপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা বিনয় পালসহ স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।