শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের অর্থায়নে ২ শতাধীক পরিবারের বস্ত্র বিতরণ
প্রকাশিত : ০৮:০৪ PM, ৩ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার ২৪৯ বার পঠিত
শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে বাহাদুরপুর ইউনিয়নের ২ শতাধীক সোনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। মানুষ মানুষের জন্য, এ স্লোগানকে সামনে রেখে নিজ অর্থায়নে বাহাদুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ২ শতাধীক পরিবারের সদস্যদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করে সোনাতন ধর্মাবলম্বীদের মুখে হাসি ফোটান।
বৃহস্পতিবার বিকেলে বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত বাহাদুরপুর পূজা মন্ডপ ও শাখারীপোতা পূজা মন্ডপ প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে উক্ত বস্ত্র বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান, মিন্টু মেম্বর, আওয়ামীলীগ নেতা বাদশা মল্লিক, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান তিতাশ, যুবলীগ নেতা নাসির উদ্দিন, আমির হোসেন প্রমুখ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।