শরতের প্রেম
প্রকাশিত : ০৫:২৫ AM, ২৭ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার ১,৪৬০ বার পঠিত
শরতের শুভ্র আকাশে
ভেসে বেড়ায় ধূসর মেঘ,
আমি তুমি ছুটে চলি
নিয়ে যত আবেগ।
হাতে হাত রেখে চলি দুজনে,
কাশফুল এনে দেই তোমার উড়ন্ত কেশে।
মুছে দেই কপোল গড়িয়ে পড়া যত অশ্রু,
তাকিয়ে থাক তুমি নিশ্চুপ, কুঁচকে ভ্রু!
দিগন্তের পানে তাকিয়ে দেখ আরেকবার
আমার আহ্বান ভেসে আসছে বারংবার।
ফিরে তাকাও এবার তোমার ধামে,
আমি যে আছি এই ডুবন্ত সবিতার আড়ালে।
ভুলে যাও সব মোর আলিঙ্গনে
ভালোবাস তাই প্রতিক্ষণে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।