শরতের আগমন
প্রকাশিত : ০৫:২৫ AM, ২৭ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার ২৬০ বার পঠিত
চেয়ে আছি ঐ দূরের পানে,
সবুজ বনের কাশফুলগুলো ইশারায় তার কাছে টানে।
গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটা নিয়েছে বিদায়,
প্রকৃতি জানায় শরতের হয়েছে আগমন,
হে শরৎ, বাংলার বুকে তোমাকে জানাই স্বাগতম।
সকালের সবুজ ঘাসের বুকে
জমে থাকা ফোঁটা ফোঁটা শিশির বিন্দু
সোনালি রোদে চিকচিক করে,
সেই খুশিতে মনটা আমার হাওয়ায় উড়ে।
সাদা মেঘের দলগুলো লুকোচুরি খেলে,
দূরের ঐ নীল আকাশে উড়ে উড়ে চলে।
ওরে দুষ্টু মেঘের দল,
আমাকেও নিয়ে চলনা তোদের সাথে,
তোদের সাথে বহুদূর আমিও ভেসে যাবো,
রংধনুর সাতরঙে নিজেকে রাঙাবো।
গাঙচিলগুলি খুশিতে মাতোয়য়ারা হয়ে করেছে ভীড়,
শরতের কাশফুলে সাদা হলো নদীর দুই তীর।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।