শবে-বরাত || শেখ একেএম জাকারিয়া
প্রকাশিত : ০৫:৩৪ AM, ৩০ মার্চ ২০২১ মঙ্গলবার ৬৪ বার পঠিত
শবে-বরাত
শেখ একেএম জাকারিয়া
এসো সবাই দুহাত তুলে
ডাকি তাঁরে মনখুলে,
নামাজ পড়ি একত্রে আজ
রাগ-অভিমান সবভুলে।
তুমি আমি সব অতিথি
এ জীবনটা দুদিনের,
ভালোকাজে সামনে চলি
স্বপ্ন দেখি সুদিনের।
এই দুনিয়া মোহমায়া
ভোগবিলাসে যায় বেলা,
শবে-বরাত পূণ্যেরই রাত
করো না কেউ আজ হেলা।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।