লৌহজংয়ের মাওয়া মৎস্য আড়ৎ থেকে জেলিযুক্ত চিংড়ি জব্দ,আটক-৫
Warning: Illegal string offset 'text' in /home/alikatog/public_html/wp-content/themes/smrlit/functions/reporters.php on line 774
প্রকাশিত : 07:00 PM, 26 September 2019 Thursday 477 বার পঠিত
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া মৎস্য আড়ৎ থেকে জেলিযুক্ত আনুমানিক ২ লাখ টাকা মূল্যের ২৫০ কেজি বাগদা চিংড়ি জব্দ করেছে র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে র্যাবের ক্রাইম প্রিভেনশন কোম্পানি ১-এর কমান্ডার মো. সাইফুর রহমানের নেতৃত্বে চিংড়িসহ ৫ জনকে আটক করা হয়। এসময় লৌহজং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তদের ১ মাস করে কারাদণ্ড প্রদান করেন।
অভিযুক্তরা হলেন,শান্তি দাস (৬৫), ভজন লাল দাস (৫৮), জাকির খান (২৮), সোহাগ খান (২৮) ও রনি মালো (২৪)।
শান্তি দাস,ভজন লাল দাস,জাকির খাঁন ও সোহাগ খাঁন লৌহজং উপজেলার দক্ষিণ মেদিনীমন্ডল গ্রামের এবং রনি মালো ঝাউটিয়া গ্রামের বাসিন্দা। জব্দকৃত জেলিযুক্ত চিংড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) ইদ্রিস আলীর নেতৃত্বে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।