লেবাননে কর্মি ভিসা বন্ধ ঘোষণা
প্রকাশিত : 06:24 PM, 30 November 2019 Saturday ২৪৯ বার পঠিত

লেবানন: এবার লেবাননে বিদেশী কর্মী ভিসা বন্ধের ঘোষনা দিয়েছে দেশটির শ্রম মন্ত্রনালয়। দেশের অর্থ বাহিরে যাওয়া ঠেকাতে ও লেরবানিজদের কর্ম সংস্থান তৈরি করতে এমন সিদ্ধান্ত গ্রহন করেছে দেশটি।
গত ২৭ নভেম্বর লেবানন ভিত্তিক অনলাইন পোর্টাল লেবাননফাইলস ডটকমের খবরে লেবাননে শ্রম মন্ত্রনালয়ের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করে।
লেবাননফাইলস ডটকম খবরে বলা হয়, লেবানন শ্রম মন্ত্রনালয় এক জরুরি বিবৃতি জারি করেছে যে, বিদেশে মুদ্রা স্থানান্তরের পরিমাণ কমাতে এবং লেবানিজদের জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বিদেশী কর্মী আনার আবেদন বন্ধের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
লেবানিজদের বেকারত্ব ঘোচাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। বিদেশী নতুন কর্মী ভিসার আর কোন আবেদন গ্রহন করা হবে না।
বিবৃতিতে লেবাননের সকল পর্যায়ে প্রতিষ্ঠানে লেবানিজদের নিয়োগ দিতে আহ্বান করা হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, ভিসা বন্ধ হলেও লেবাননে যে সকল প্রবাসী রয়েছে তাদের কোন সমস্যা হবেনা বলে জানিয়েছে দেশটির ঔ মন্ত্রনালয়।
উল্লেখ্য, ২০১৯ সালটি লেবাননে চরম মন্দা যাচ্ছে। লেবাননে ব্যাংক গুলোতে ডলার সংকট হওয়ার ডলারের দাম বেড়ে আকাশ চুম্বি হয়ে দাড়িয়েছে। বেকার হয়ে পরেছে হাজার হাজার লেবানিজ। মৌলিক দাবি আদায়ে সরকার বিরুধী আন্দোলন চলছে গত দেড় মাস ধরে। এর জেরে গত ২৭ নভেম্বর লেবাননে শ্রম মন্ত্রনালয় বিদেশী শ্রমিক আনার উপর নিষেধাজ্ঞ জারি করে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।