লিখিয়ে সাহিত্য পরিষদ পাণ্ডুলিপি পুরস্কার-২০২০ পেলেন যারা
প্রকাশিত : ০৪:২৮ PM, ৯ জানুয়ারী ২০২১ শনিবার ৭৫ বার পঠিত
‘লিখিয়ে সাহিত্য পরিষদ পাণ্ডুলিপি পুরস্কার-২০২০’ প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও বর্তমান সাধারণ সম্পাদক কবি ও শিক্ষক রবিউল ফিরোজ জানান, ‘‘২০২১ সালে আয়োজনটি আরও জাঁকজমক এবং ঢাকঢোল পিটিয়ে করা হবে। এবার পুরস্কারপ্রাপ্ত পাণ্ডুলিপি তিনটি ‘লিখিয়ে প্রকাশী’ থেকে বই আকারে প্রকাশ করা হবে।’’
পুরস্কারপ্রাপ্ত তরুণ লেখক মোহাম্মদ অংকন বলেন, ‘‘ ‘লিখিয়ে সাহিত্য পরিষদ, নওগাঁ’ কর্তৃক আয়োজিত ‘পাণ্ডুলিপি পুরস্কার-২০২০’- এ সৃজনশীল সাহিত্য বিভাগের কিশোর সাহিত্যে আমার পাণ্ডুলিপি ‘দুষ্টু কিশোরদের কাণ্ড’ নির্বাচিত করায় বিচারকমণ্ডলী, পরিচালনা পর্ষদসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ। যেকোনো পুরস্কার বা সম্মাননা কাজের গতি ও দায়িত্বকে বহুগুণ বাড়িয়ে দেয়। এই পাণ্ডুলিপি পুরস্কারও যেন তার ব্যতিক্রম নয়।’’
তিনি আরও বলেন, ‘‘সচরাচর বিভিন্ন প্রকাশনী বা সংগঠন লেখকদের নিকট একটি নির্দিষ্ট সময়ে পাণ্ডুলিপি আহ্বান করে। তারপর যাচাই-বাছাইয়ের মাধ্যমে সেসবের মধ্যে সেরা ৪/৫জন নির্বাচিত করে এবং বই প্রকাশ করে। তবে ‘লিখিয়ে সাহিত্য পরিষদ’ গণহারে পাণ্ডুলিপি আহ্বান করেনি। তাদের নজরে যাদেরকে বিবেচ্য মনে হয়েছে, তাদের থেকে পাণ্ডুলিপি চেয়ে নিয়েছে এবং কমিটির সিদ্ধান্ত অনুসারে পুরস্কার দিয়েছে। মোদ্দাকথা, শত শত পাণ্ডুলিপি সংগ্রহ করে গুটি কয়েকজনকে পুরস্কার দিয়ে বাকিদের পাণ্ডুলিপি লেখক-প্রকাশক চুক্তির মাধ্যমে প্রকাশের ব্যবসায়িক কৌশল থেকে বেরিয়ে এসেছে বলে বিষয়টি আমার কাছে চমকপ্রদ ও গ্রহণযোগ্য মনে হয়েছে। এ ধারা চলমান থাকুক, সে প্রত্যাশা।’’
‘লিখিয়ে সাহিত্য পরিষদ, নওগাঁ’ প্রতি বছর সাহিত্যে অবদানের জন্য গুণীজন সম্মাননা প্রদান করে। করোনাভাইরাসের কারণে ২০২০ সালের গুণীজন সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়নি। চলতি বছর যেকোনো সময় অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। গুণীজন সম্মাননার পাশাপাশি এ বছর থেকে চালু করেছে ‘লিখিয়ে সাহিত্য পরিষদ পাণ্ডুলিপি পুরস্কার’।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।