লালমোহনে সরকারি ঘর পাচ্ছে ২০ পরিবার
প্রকাশিত : ০৩:১৭ PM, ১৪ জানুয়ারী ২০২১ বৃহস্পতিবার ৭৫ বার পঠিত
এম এ হান্নান, ভোলা প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে ভোলার লালমোহন উপজেলায় প্রধানমন্ত্রীর দেওয়া ঘর উপহার পাচ্ছেন আরও ২০ ভূমিহীন পরিবার।
বুধবার (১৩ জানুয়ারি) বদরপুর ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে মান সম্মত ঘর নির্মাণ কাজের পরিদর্শন শেষে এ কথা জানান ইউএনও আল নোমান।
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে উপজেলার বদরপুর ,ইউনিয়নের সাদবাড়িয়া গ্রামে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ২০টি ঘরের নির্মাণ কাজ শুরু হয়। উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে সরকারি খাসজমিতে ‘ক’ শ্রেণির পরিবারের জন্য নির্মাণ করা হচ্ছে সরকারি ঘর। যাদের থাকার জমি ও ঘর নেই সে ধরনের পরিবারদের পুনর্বাসনের জন্য এসব ঘর নির্মাণ করা হচ্ছে।
প্রায় ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর, বারান্দা, রান্নাঘর ও বসত ঘরের সাথেই থাকছে টয়লেট। ঘর গুলোর নির্মাণ কাজ শেষ হলে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে একযোগে উদ্বোধনের মাধ্যমে গৃহহীনদের মাঝে ঘরগুলো হস্তান্তর করবেন। ঘরের নির্মাণ কাজের সার্বিক তদারকি করছেন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান।
এছাড়াও ঐ কাজে সহযোগিতা করছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ।
উপজেলা নির্বাহী অফিসার আল নোমান বলেন, এই প্রকল্পের আওতায় সরকারিভাবে ভূমিহীন পরিবারকে একটি করে ঘর দেওয়া হবে। মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেয়া ঘরগুলোর নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। ঘর নির্মান কাজের গুণগতমান নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক দেখবাল করা হচ্ছে। সঠিক সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করে তালিকাভুক্ত গৃহহীন ও ভূমিহীনদের মাঝে এসব ঘর হস্তান্তর করা হবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।