লালমনিরহাটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
প্রকাশিত : ০৩:৩৭ PM, ৯ জানুয়ারী ২০২১ শনিবার ৭৪ বার পঠিত
রনজিৎ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের করক জেলায় হিন্দু মন্দিরে হামলা ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর অমানবিক নির্যাতন ও চট্টগ্রামের দেশপ্রিয় নেতা যতিন্দ্র মোহন সেনের স্মৃতি বিজড়িত বৃটিশ বিরোধী আন্দোলনের ঐতিহাসিক ভবন ভাংচুর এবং হামলার প্রতিবাদে লালমনিরহাটে ‘‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার; ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই’’ এই শ্লোগানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, লালমনিরহাট জেলা শাখার আয়োজনে শনিবার (৯ জানুয়ারি) সকালে গৌরীশংকর গোসলা সোসাইটি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিডিআর গেট, লালমনিরহাটে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালিত হয়। পরে আবার বিক্ষোভ মিছিল নিয়ে গৌরীশংকর গোসলা সোসাইটিতে শেষ হয়। এসময় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, যুব ও ছাত্র ঐক্য পরিষদ সহ সকল অঙ্গ সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।
মানববন্ধনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লালমনিরহাট জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শহীদ আবুল কাশেম ডিগ্রি কলেজের অধ্যক্ষ অবিনাশ রায়। এসময় আরো বক্তব্য রাখেন, যুব ঐক্য পরিষদ, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত সেন ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লালমনিরহাট জেলার অনান্য নেতৃবৃন্দ প্রমূখ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।