লালপুরে মাদ্রাসা ছাত্রদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
প্রকাশিত : 08:42 PM, 25 July 2022 Monday 49 বার পঠিত
লালপুর (নাটোর) প্রতিনিধি :
লালপুরের বিলমাড়ীয়া দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ জুলাই) বিলমাড়ীয়া ফুটবল মাঠে ফাইনাল খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলমাড়ীয়া কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান, বিলমাড়ীয়া দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব ডাঃ মোঃ আফজাল হোসেন, লালপুর গার্লস স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব আজিজুল হক, সমাজসেবক আলহাজ্ব মোঃ আনেজ উদ্দীন, বিলমাড়ীয়া দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার সহ-সম্পাদক প্রভাষক মতিউর রহমান, বিলমাড়ীয়া দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার মুহ্তামিম হাফেজ মাওলানা সুলতান মাহমুদ সাঈফী, বিলমাড়ীয়া কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন মোঃ রাশেম আলী ভাষা প্রমুখ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।