লালপুরে গলায় রশি দিয়ে গৃহবধুর আত্মহত্যা
প্রকাশিত : 05:01 PM, 19 May 2022 Thursday 183 বার পঠিত
লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুরে মোছা: লাভলী খাতুন (৩০) নামে এক গৃহবধু গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৯ মে) সকালে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ওমরপুর গ্রামে এ ঘটনা ঘটে। লাভলী খাতুন ওই গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।
জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার ওমরপুর গ্রামের মানসিক ভারসাম্যহীন রবিউল ইসলাম বাড়িতে না থাকায় তার স্ত্রী মোছা. লাভলী খাতুন সবার অজান্তে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। বাড়ির লোকজন দেখতে পেয়ে থানায় খবর দিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।