লক্ষ্মীপুরে কাভার ভ্যান ও পিকআপ ভ্যান সংঘর্ষে গুরতর আহত ২ জন
প্রকাশিত : ০৬:২১ PM, ১৭ জানুয়ারী ২০২১ রবিবার ৫৫ বার পঠিত
মোঃ জহির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে কাভার ভ্যান ও পিকআপ ভ্যান সংঘর্ষে গুরতর আহত হেয়েছে ২ জন। আজ (১৭ জানুয়ারি ) সকাল আনুমানিক ৯ টায় রামগঞ্জ পানপাড়া পথেহপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান জননী কুরিয়ার সার্ভিসের কাভার ভ্যান এবং একটি পিকআপ ভ্যান রামগঞ্জ থেকে আড়াআড়ি ভাবে চলছিল কেহ কাউকে সাইড দিচ্ছিল না পানপাড়া পথেহপুর নামক স্থানে আসলে দুইটি গাড়ি দুর্ঘটনায় পতিত হয়। এতে আন্তত ২ জন গুরুতর আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যাবস্থা করেন বর্তমানে আহতরা চিকিৎসাধিন অবস্থায় আছে। এ বিষয়ে জানতে চাইলে রামগঞ্জ থানার এস আই হুমায়ূন ঘটনার সত্যতা জানান।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।