লক্ষীপুরে ২৫ রাউন্ড গুলিসহ যুবদল নেতা আটক
প্রকাশিত : ০৯:০৩ AM, ১ অক্টোবর ২০১৯ মঙ্গলবার ১৭২ বার পঠিত
লক্ষ্মীপুরে বিপুল পরিমান বোমা ও গুলিসহ যুবদল নেতা মাহফুজুর রহমান বুলেটকে আটক করেছে পুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের পালের হাট এলাকা থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০টি হাত বোমা ও সর্টগানের ২৫ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। আটককৃত বুলেট ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় নুরুল আলমের ছেলে।
পুলিশ জানায়, অস্ত্র ও গুলিসহ মাহফুজুর রহমান লিটন তার নিজ বাড়িতে অবস্থান করছেন এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়। পরে তাকে হাত বোমা ও গুলিসহ আটক করে।
সদর থানার এস আই আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।