রিমনের কণ্ঠে আসছে ‘মনে আঘাত’
প্রকাশিত : 02:09 PM, 8 June 2022 Wednesday 97 বার পঠিত
বাদল, বিনোদন প্রতিবেদক
গানের জগতে নতুন শিল্পী রিমন। নতুন হলেও কয়েকটা গান এরই মধ্যে প্রকাশ পেয়েছে। গানগুলা জনপ্রিয় পেয়েছে বেশ। জনপ্রিয় সংগীত পরিচালক সিকদার আকাশের হাত ধরেই তার আগমন সংগীত জগতে। সিকদার আকাশ এমন একজন সংগীত পরিচালক যা সবার সহযোগীতা করে যাচ্ছে পর্দার আড়ালে। তৈরি করে যাচ্ছে একের পর এক শিল্পী। তারই ধারাবাহিকতায় আসলো রিমন। মনে আঘাত আজ রিলিজ হচ্ছে সিকদার মিউজিক অফিসিয়ালে। এ গান প্রসঙ্গে রিমন বলেন, ‘আমি সব ধরনের গান গাইতে পারি। আমার কাছে এ গানটি অনেক ভাল লাগছে। সুর এবং সংগীত অসাধারণ হয়েছে। আপনাদের মন ছুয়ে যাবে আমার বিশ্বাস। সিকদার ভাই আমাকে তৈরি করছে এ ঋণ কোনদিন শোধ করা যাবে না। সবাই আমার জন্য দোয়া করবেন যেন নতুন নতুন গান আপনাদের উপহার দিতে পারি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।