রায়পুরে বিয়ারক্যান ও ইয়াবাসহ ২-মাদক সম্রাট আটক
প্রকাশিত : ০৭:০৭ PM, ২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার ৩২৪ বার পঠিত
লক্ষ্মীপুরের রায়পুরে চর আবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ এলাকা থেকে ৭২০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী টিটু হাওলাদার (৪০) ও ২১ পিস বিয়ার ক্যানসহ তারই খালাতো ভাই কাউসার হোসেন (২৫) কে আটক করছে রায়পুর থানা পুলিশ। (২৭ সেপ্টেম্বর) শুক্রবার রাতে পৃথক অভিযান চালিয়ে উভয়কে আটক করা হয়।
থানা সুত্রে জানা যায়, টিটু হাওলাদার ১নং চরআবাবিল গ্রামের হাওলাদার বাড়ির মোয়াজ্জেম হাওলাদারের ছেলে এবং কাউছার শরিয়তপুর জেলার ঘোঁষাইরহাট থানার জালালপুর গ্রামের খোরশেদ মোল্লার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানচালিয়ে মাদক ও বিয়ার ক্যানসহ তাদেরকে আটক করা হয়। এছাড়াও টিটু হাওলাদারের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোতা মিয়া বলেন, আসামিদেরকে আদালতের মাধ্যমে লক্ষ্মীপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।