রাঙ্গুনিয়ায় একাধিক মামলায় জড়িত কালা বাচা আটক
প্রকাশিত : ০৮:০৪ PM, ৩ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার ২৪১ বার পঠিত
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একাধিক মামলার পরোয়ানা ভুক্ত কালা বাচা নামে (ওরপে) শাহ আলম আসামীকে গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ।
বুধবার রাতে রাঙ্গুনিয়া উপজেলাধীন সরফভাটা থেকে কালা বাচাকে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ গ্রেপ্তার করে । তার নাম শাহ আলম (ওরপে) কালা বাচা (৩৬)। সে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা মৌলানা গ্রামের মৃত মনির আহমদের ছেলে। রাংঙ্গুনিয়া থানায় তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক সহ একাধিক মামলার পরোয়ানা রয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে দিকে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক ইসমাঈল হোসেন জুয়েল বলেন, ‘তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং কয়েকটি মামলায় পরোয়ানাও রয়েছে। কালা ববাচা দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল । গোপন সংবাদে অভিযান চালিয়ে উপজেলার সরফভাটা মৌলানা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।