রংপুরে চেম্বারের উদ্যোগে হত দরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ
প্রকাশিত : ০৬:১৭ PM, ১৭ জানুয়ারী ২০২১ রবিবার ৬১ বার পঠিত
হাসান আল সাকিব, স্টাফ রিপোর্টার :
রংপুর মহানগরীর আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গনে শনিবার রংপুর চেম্বার ও ঢাকা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি‘র যৌথ উদ্যোগে শীতে বিপর্যস্ত রংপুরের ৯শ’ হত দরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার তীব্র শীতে বিপর্যস্ত রংপুরের ৯শ’ হত দরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রংপুর চেম্বার অব কমার্স প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু,জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও চেম্বারের পরিচালক মোতাহার হোসেন মন্ডল মওলা সহ চেম্বার পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও পরিচালকবৃন্দ।
রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি ও ঢাকা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রংপুরের অসহায় দুঃস্থ শীতার্ত মানুষের ভোগান্তি লাঘবের জন্য আরসিসিআই ৬শ৫০ পিস ও এমসিসিআই ২৫০ পিস কম্বল প্রদান করেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।