যৌন কেলেঙ্কারিতে বিচারের মুখোমুখি বেনজেমা
প্রকাশিত : ০৩:০৭ PM, ৮ জানুয়ারী ২০২১ শুক্রবার ৩৯ বার পঠিত
সেক্স টেপ নিয়ে ব্ল্যাকমেইল করার মামলায় এর আগেও কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে করিম বেনজেমাকে। এ নিয়ে কম জল ঘোলা হয়নি। এই বিতর্কে জড়িয়ে করিম বেনজেমার আন্তর্জাতিক ক্যারিয়ার থমকে গেছে সেই ২০১৫ সালেই।
সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনার একটি ‘সেক্স টেপ’ ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগ ওঠে বেনজেমার বিরুদ্ধে। যে ঘটনায় নিয়ে তোলপাড় হয়েছে অনেক। এবার খবর, বিচারের মুখোমুখি হতে হবে ফরাসি ফরোয়ার্ডকে।
২০০৯ সালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন বেনজেমা। এরপর এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ২৬১ গোল করেছেন ফরাসি তারকা। তবে সতীর্থের সঙ্গে প্রতারণার অভিযোগের পর থেকেই ফ্রান্সে দলে ব্র্যাত্য বেনজেমা।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।