ময়মনসিংহে বেটার ফুড, বেটার নিউট্রিশন” ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশিত : ১১:১৬ PM, ২৫ সেপ্টেম্বর ২০১৯ বুধবার ৪৪৭ বার পঠিত
গত ২৪শে সেপ্টেম্বর ২০১৯ “বেটার ফুড, বেটার নিউট্রিশন” ২য় বর্ষে পা রাখল। পুষ্টিবিদ ফাউন্ডেশন ও ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজের পক্ষ থেকে “বেটার ফুড, বেটার নিউট্রিশন” এর ২য় বর্ষ পূর্তি উপলক্ষে একটি প্রোগ্রাম এর আয়োজন করা হয়।
“বেটার ফুড, বেটার নিউট্রিশন “এর জন্মদিন উপলক্ষে বক্তব্য রাখেন-শারমিন সুলতানা জুঁই সভাপতি- পুষ্টিবিদ ফাউন্ডেশন ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজ ইউনিট, মাহনাজ রহমান সাধারণ সম্পাদক-পুষ্টিবিদ ফাউন্ডেশন ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজ ইউনিট, সুমাইয়া গবেষণা বিষয়ক সম্পাদক-পুষ্টিবিদ ফাউন্ডেশন ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজ ইউনিট, রোকসানা মিম শান্তা সহকারী সাধারণ সম্পাদক-পুষ্টিবিদ ফাউন্ডেশন ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজ ইউনিট, এবং আরো অন্যান্য কমিটির সদস্যরাও বক্তব্য রাখেন- ফারজানা ইসলাম,আফরিন মিম।
“বেটার ফুড, বেটার নিউট্রিশন ” এর উদ্দেশ্যে সফল হোক এবং আমরা যে পুষ্টিবিদ ফাউন্ডেশন এর ১৪ টি ক্যাম্পাস আছি সবাই এই দিনে প্রতিজ্ঞা করি “বেটার ফুড, বেটার নিউট্রিশন ” কে সবোর্চ্চ শিখরে নিয়ে যাব এবং সেই সাথে “বেটার ফুড, বেটার নিউট্রিশন” এর উদ্দোক্তা প্রবল কুমার মন্ডল কে ধন্যবাদ জানাই।
পুষ্টিবিদ ফাউন্ডেশন ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজ ইউনিট এর সকল সদস্যদের ধন্যবাদ আজ এই শুভদিনে উপস্থিত থেকে দিনটিকে আরো শুভ করার জন্য ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।