ময়মনসিংহে উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত : ০৬:০৮ PM, ১৭ জানুয়ারী ২০২১ রবিবার ৬৬ বার পঠিত
নজরুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধি :
সাংবিধানিক নির্দেশনা ও আইন অনুযায়ী প্রতিষ্ঠিত প্রশাসনিক একাংশ নির্বাচিত উপজেলা পরিষদ কর্তৃত্বহীন প্রজাতন্ত্রের মালিক জনগণ তৃণমূলে জবাবদিহি শাসন বিঘ্নিত সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির নির্দেশে ময়মনসিংহ জেলা শাখার উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন আয়োজিত জনপ্রতিনিধি সাংবাদিক ও বিশিষ্ট জনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১৭ জানুয়ারি) উপজেলা পরিষদ এসোসিয়েশন এর উদ্যোগে ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে উক্ত মতবিনিময় সভা করা হয়।
বাংলাদেশ উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের ময়মনসিংহ বিভাগের সভাপতি ও ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আশরাফ হোসাইন এবং সাধারণ সম্পাদক ও ফুলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল করিম রাসেল, বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন ময়মনসিংহ জেলার সভাপতি ও হালুয়াঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম এবং সাধারণ সম্পাদক ও গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, তারাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক, ফুলবাড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, গৌরীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, ধোবাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান চিচিম ডেভিট রানা এবং উপজেলার ভাইস চেয়ারম্যানগণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় লিখিত বক্তব্য পাঠ করেন হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও এসোসিয়েশনের ময়মনসিংহ জেলা সভাপতি মাহমুদুল হক সায়েম।
উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ তাদের বক্তব্য বলেন, বর্তমানে উপজেলা নির্বাহী অফিসারদের আধিপত্যের কারণে উপজেলা চেয়ারম্যানদের কোন কাজ নেই, সংবিধান অনুযায়ী উপজেলা চেয়ারম্যানদেরকে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। ফলে জনগনের অধিকার হনন হচ্ছে ও আর্থিক ক্ষতি হচ্ছে এবং উপজেলা পরিষদের উন্নয়নে বিঘ্ন ঘটছে। উপজেলা পরিষদের ১৭ টি বিভাগের কার্যাবলী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যানের অনুমোদনে সম্পাদন করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপন জারী করার আহবান করা হয়। উক্ত ৫ দফা দাবী বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় কমিটির নির্দেশে অচিরেই আরও কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।