মোহনগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ইউপি কমিটি গঠন
প্রকাশিত : ০৭:১৭ PM, ৩০ সেপ্টেম্বর ২০১৯ সোমবার ৩৭২ বার পঠিত
নেত্রকোনার মোহনগঞ্জে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ৭নং গাগলাজুর ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৫ টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মোহনগঞ্জ উপজেলা শাখা কার্যালয়ে গাগলাজুর ইউনিয়নের নতুন কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেন উপজেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। বীর মুক্তিযোদ্ধার সন্তান আব্দুল কাদীরকে সভাপতি ও হাসান জাহান মিঠুকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট ৫ বছর মেয়াদী এই কমিটি গঠন করা হয়।
এসময় সাবেক থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, উপজেলা সন্তান কমান্ডের আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, সদস্য সচিব মো. ইয়াসির আরাফাত রনি ও সম্মানিত সদস্য আকিকুল ইসলাম, শাওন আহমেদ পলাশ, শফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।