মোহনগঞ্জে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু
প্রকাশিত : ১১:২৯ PM, ৬ অক্টোবর ২০১৯ রবিবার ১০৮ বার পঠিত
নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে রেখা আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার রাত ৮ টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূ মোহনগঞ্জ উপজেলার কলুংকা গ্রামের আরাধন মিয়ার স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৮ টায় ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢুকার সময় হঠাৎ ওই মহিলা ট্রেনের নিচে পড়ে গেলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই রজত শুভ্র বড়ুয়া আলোকিত সকালকে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।