মোহনগঞ্জের কৃতিসন্তান সচিব সাজ্জাদুল হাসানকে যুক্তরাষ্ট্রে নাগরিক সংবর্ধনা
প্রকাশিত : ০৭:০৭ PM, ২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার ৪৪৩ বার পঠিত
মোহনগঞ্জ তথা নেত্রকোনার কৃতিসন্তান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ও জাতিসংঘের ৭৪ তম সাধারণ পরিষদের সভায় যোগদানরত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী সাজ্জাদুল হাসানকে নাগরিক সংবর্ধনা দিয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত নেত্রকোনা জেলাবাসী। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠানের অভিবাদন পর্ব ও আলোচনা পর্বে সভাপতিত্ব করেন যথাক্রমে পরিমল চন্দ্র সাহা এবং মোস্তফা জামান ইদ্রিসী।
খন্দকার জাহাঙ্গীর হায়দার শামীম ও আসলাম আহমাদ খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন
মুহাম্মদ আব্দুল হান্নান খান, মো:জহুরুল হক , আবু ইসলাম খান বিটু, প্রমোদ রঞ্জন সরকার, আনোয়ারুল আলম ভূঁইয়া, ইন্দ্রজিৎ সিং গোপাল ,আসমা বেগম, আজিজুল হক জুয়েল, শওকত খান পিনু ও বজলুর রহমান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।