মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নয়া সভাপতি উজ্জল সাধারণ সম্পাদক খোকা
প্রকাশিত : ১০:৩৭ PM, ৫ অক্টোবর ২০১৯ শনিবার ২৯৩ বার পঠিত
ঐতিহ্যবাহী মুন্সীগঞ্জ প্রেসক্লাবের দ্বী-বার্ষিক কার্যনিবাহী কমিটির নির্বাচন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের সুপারমার্কেট সংলগ্ন মুন্সীগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত ভোটারদের ভোট গ্রহণ শেষে দুপুরে ফলাফল ঘোষনা করা হয়।
এতে সভাপতি পদে ৩জন প্রার্থীর মধ্যে সর্বাদিক ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার ও দৈনিক সভ্যতার আলোর মীর নাসির উদ্দিন উজ্জ্বল। সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছে দৈনিক দেশ রুপান্তরের মুন্সীগঞ্জ প্রতিনিধি মামুনুর রশিদ খোকা। অন্যদিকে সহ-সভাপতি পদে মাসুদুর রহমান (ডেইলি সান) ও গোলজার হোসেন (দৈনিক দিনকাল), যুগ্ম সম্পাদক – শেখ মোঃ শিমুল(আরটিভি), কোষাধ্যক্ষ- চাকলাদার মোঃ তানজিল হাসান (ঢাকা ট্রিবিউন), দপ্তর সম্পাদক- রাজিবুল হাসান জুয়েল(এসএটিভি), তথ্য ও প্রযুক্তি সম্পাদক- জুয়েল রানা (সময়ের আলো), প্রচার সম্পাদক-আরাফাতুজ্জামান বাবু(আমাদের নতুন সময়) নির্বাচিত হয়েছে।
ক্লাবের সাংগঠনিক সম্পাদক পদে মশহ শিহাব(আজকের বিজনেস বাংলাদেশ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সুমন ইসলাম (সবুজ নিশান), ক্রীড়া সম্পাদক পদে নাদিম মাহমুদ (দৈনিক আমাদের সময়) বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হয়।
এছাড়া বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত কার্যকারী নির্বাহী কমিটির সদস্যরা হলেন, রাসেল মাহমুদ (চ্যানেল আই), মঞ্জুর মোর্শেদ (দৈনিক ইনকিলাব), আতিকুর রহমান টিপু (দৈনিক খবর), মোজাম্মেল হোসেন সজল (ডিবিসি নিউজ), মাহবুব আলম লিটন (দৈনিক সংবাদ), কাজী সাব্বির আহম্মেদ দিপু (সমকাল), শহীদ-ই-হাসান তুহিন (জিটিভি), বাছির উদ্দিন জুয়েল (দৈনিক ইত্তোফাক), লাভলু মোল্লা (বাংলাদেশ প্রতিদিন), ভবতোষ চৌধুরী নুপূর ( এটিএন নিউজ), মইনউদ্দিন সুমন (এনটিভি)।
এদিকে প্রেসক্লাবের এ নির্বাচনকে ঘিরে জেলা সংবাদকর্মীদের মধ্যে ছিলো উৎসব আমেজ। শান্তিপূর্ন পরিবেশে ভোটরা ভোট প্রদান করেন। জেলা ও জেলার ৬ উপজেলায় কর্মরত গনমাধ্যমকর্মীদের উপস্থিতিতে দিনব্যাপি এক মিলনমেলায় পরিনিত হয় মুন্সীগঞ্জ প্রেসক্লাব।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।