মাসুদ রানা’য় নেই শ্রদ্ধা কাপুর!
প্রকাশিত : ০৬:১৬ AM, ২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার ২৬৩ বার পঠিত
‘মাসুদ রানা: ধ্বংস পাহাড়’ সিনেমায় সুলতা দেবীর চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর; জাজ মাল্টিমিডিয়ার এমন ঘোষণায় নড়েচড়ে বসে ঢাকাই চলচ্চিত্রপাড়া। জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেজেও নিশ্চিত করা হয়েছিল বিষয়টি। এর পরদিনই দেশের শীর্ষস্থানীয় একটি পত্রিকায় শ্রদ্ধা কাপুর জানান, তিনি বাংলাদেশের কোনো ছবিতে অভিনয় করছেন না। এমনকি মাসুদ রানা ছবির বিষয় তিনি কিছুই জানেন না। তার জনসংযোগ প্রতিষ্ঠান থেকেও জানানো হয়, এ বিষয়টি পুরোপুরি ভুয়া খবর।
এরপরও ইন্টারন্যাশনাল মুভি ডাটা বেজে মাসুদ রানা ছবির কলাকুশলিদের একটি তালিকা প্রকাশ করা হয়। এতে শ্রদ্ধা কাপুরসহ মিকি রোর্ক, মাইকেল পেরে ও এবিএম সুমনের নাম দেখানো হয়। কিন্তু সম্প্রতি আইএমডিবির প্রকাশিত তালিকায় অন্য সবার নাম থাকলেও নেই শ্রদ্ধা কাপুরের নাম। এ নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ধারণা করা হচ্ছে, সত্যিই মাসুদ রানা ছবিতে দেখা যাবে না শ্রদ্ধাকে। পুরো বিষয়টিই জাজ মাল্টিমিডিয়ার ফাঁকা আওয়াজ ছিল।
যদিও এ বিষয়ে প্রযোজক সংশ্লিষ্ট কেউই মুখ খুলেননি। এমন কী বিষয়টি নিয়ে কোনো মন্তব্যও করতে চাননি সংশ্লিষ্ট সূত্র। জানা গেছে, ‘মাসুদ রানা’ সিরিজের এ ছবিটি নির্মাণ করবেন হলিউড নির্মাতা আসিফ আকবর। এতে দেশীয় তারকাদের পাশাপাশি অভিনয় করবেন বলিউড ও হলিউডের শিল্পীরা। সে অনুযায়ী বাজেট ঘোষণা করা হয় ৮০ কোটি টাকা।
প্রসঙ্গত, এ ছবির চিত্রনাট্য পরিমার্জন, পরিবর্তন ও পরিবর্ধন করেছেন আবদুল আজিজ, আসিফ আকবর ও নাজিম উদ দৌলা। এরপর হলিউডের পেশাদার স্ক্রিপ্ট রাইটার আর চলচ্চিত্র সমালোচকদের নিয়ে চূড়ান্ত চিত্রনাট্য তৈরি করা হয়েছে। এছাড়াও চলচ্চিত্রটির জন্য সেবা প্রকাশনী ও কাজী আনোয়ার হোসেনের কাছ থেকে ‘ধ্বংস পাহাড়’সহ ‘মাসুদ রানা’ সিরিজের তিনটি উপন্যাসের কপিরাইট নিয়েছে জাজ মাল্টিমিডিয়া।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।