মাদকের গড ফাদার কাপ্তান পুলিশের হাতে আটক
প্রকাশিত : ১২:৩২ PM, ৫ অক্টোবর ২০১৯ শনিবার ২৪২ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার পূর্বাঞ্চল সীমান্তের আখাউড়া উপজেলার মাদকের গড ফাদার ও পুলিশের ওয়ারেন্ট ভুক্ত আসামি কাপ্তান ভূঁইয়া (৪০) কে আটক করেছে থান পুলিশ।
শুক্রবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে
তার বাস ভবনে অভিযান চালিয়ে আখাউড়া থানার একদল পুলিশ তাকে আটক করে।
সে আখাউড়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের
যুগ্ন আহবায়ক আবুল কাশেম ভূঁইয়ার ভাতিজা।
ছোট কুড়িপাইকা গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ মিয়ার ছেলে।
পুলিশের অভিযোগ, মাদক মামলার অভিযুক্ত আসামি কাপ্তানকে আটক করতে গেলে তার নেতৃত্ব চোরাকারবারিরা পুলিশের ওপর হামলার চেষ্টা চালায়।
আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী বলেন, কাপ্তান পুলিশের তালিকাভুক্ত ও উপজেলা চিহ্নিত শীর্ষ মাদক চোরাকারবারি। তাকে আটক করে আজ সকালে আদালতে প্রেরন করা হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।