মহেশপুর অফিসার্স ফোরামের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরন।
প্রকাশিত : ০৩:০৬ PM, ২২ জানুয়ারী ২০২১ শুক্রবার ৩৩ বার পঠিত
শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।
২১ জানুয়ারী সকালে ঝিনাইদহের মহেশপুর অফিসার্স ফোরামের উদ্যোগে মহেশপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলার ৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহেশপুর পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম খাইরুল আনাম, পৌর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাফফার হোসেন, মহেশপুর পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার, ফতেপুর শামছুদ্দীন সরদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, কৃঞ্চপুর দাখিল মাদ্রাসার সুপার আবুল হাশেম, অফিসার্স ফোরামের নির্বাহী সদস্য প্রভাষক রফিকুল ইসলাম, সুন্দরপুর হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইছাহক আলী, মহেশপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাইরুল আলম, শুকুর আলী, ইয়াকুব আলী প্রমুখ।
উল্লেখ্য, উপজেলার ৪৮টি মাধ্যমিক বিদ্যালয়, ২৫টি মাদ্রাসা ও ১০টি কলেজের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ৫শ টি শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়। কম্বল বিতরনের পূর্বে অফিসার্স ফোরামের সহ সভাপতি আসাদুল ইসলাম, সাধারন সম্পাদক আবুল বাশার, সাংগাঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, খালিদ সাইফুল ও তারিকুল ঢাকা থেকে ভার্চুয়াসের মাধ্যমে অংশগ্রহন করেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।