মহেশপুরে ৯৩ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত : ০৬:০৮ PM, ৭ অক্টোবর ২০১৯ সোমবার ১৩৯ বার পঠিত
ঝিনাইদহের মহেশপুর সোনাইডাঙ্গা গ্রাম থেকে ৯৩ বোতল ফেন্সিডিল সহ হাফিজুর রহমান (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। আটককৃত হাফিজুর যাদবপুর ইউপির কানাইডাঙ্গা গ্রামের তাজুল ইসলামের ছেলে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল আলম জানান, ৬ অক্টোবর সন্ধা রাত্রে গোপন সুত্রে জানতে পারি হাফিজুর রহমান নামের এক মাদক ব্যবসায়ী ফেন্সিডিল নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিত্বে এস আই আওয়াল, এ এস আই সিরাজুল ইসলাম সিরাজ সঙ্গীও ফোর্স সাথে নিয়ে যাদবপুর সোনাইডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৭ অক্টোবর রাত ১০ ঘটিকার সময় সোনাইডাঙ্গা গ্রামের ব্রীজের নিকট থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৯৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এবিষয়ে ৬ অক্টোবর রাত্রেই হাফিজুরের বিরুদ্ধে মহেশপুর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে। যার – নং- ১৬ ।
আলোকিত সকাল/ফাহাদ
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।