মহেশপুরে এক ক্লিনিক ব্যবসায়ী ফেন্সিডিল ও মোটর সাইকেল সহ বিজিবির হাতে আটক।
প্রকাশিত : ০৫:০৫ PM, ৬ অক্টোবর ২০১৯ রবিবার ১১৭ বার পঠিত
ঝিনাইদহের মহেশপুরে সামন্তা বিজিবির টহলরত টিম অভিযান চালিয়ে, ৩৫ বোতল ফেন্সিডিল ও মোটর সাইকেল সহ এক ক্লিনিক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
এবিষয়ে ৫৮ ব্যাটেলিয়নের বিজিবির উপ- পরিচালক মেজর কামরুল হাসান জানান, ৬ অক্টোবর রবিবার সকাল ৫ ঘটিকার সময়, সামন্তা বিওপির টহলরত টিম জানতে পারে, সামন্তা বিওপির নিকটস্থ, শামসুল হকের পুত্র ডাক্তার আবুল বাশার (৩৮) মোটর সাইকেল যোগে ফেন্সিডিল নিয়ে যাচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে তল্লাসি করলে ব্যাগে রাখা ৩৫ বোতল ফেন্সিডিল, নগত ৩ হাজার টাকা ও ব্যবহীত ১৩৫ সি সি কালো রংয়ে একটি ভারতীয় ডিসকভার মোটর সাইকেল উদ্ধার করা হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।