মশা তাড়াতে ‘স্মার্ট’ ফ্যান
প্রকাশিত : ০৬:২৮ AM, ২২ সেপ্টেম্বর ২০১৯ রবিবার ২৯১ বার পঠিত
এলজি ইলেকট্রনিক্স এমন একটি স্মার্ট ফ্যান তৈরি করেছে, যা অন্য ফ্যান থেকে বেশ আলাদা। ফ্যানটিতে আছে ‘মসকিউটো অ্যাওয়ে’ নামের একটি বিশেষ টেকনোলজি।
যার কারণে ফ্যানটি বাতাসের সঙ্গে মশা তাড়ানোর কাজও করবে। এ ছাড়াও ফ্যানে স্পিড মোড থাকায় রাতে আপনি ঘুমিয়ে গেলেও ঘরের তাপমাত্রা অনুযায়ী সেটি নির্ধারিত হবে।
ফ্যানের আরেকটি বিশেষত্ব হল, পূর্ণ গতিতে চললেও তাতে কোনো আওয়াজ হবে না। ফ্যানটিতে থাকবে ওয়াই-ফাই সংযোগ সক্ষমতা। এটি অ্যামাজন অ্যালেক্সা আর গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করে। ফলে অনেক কাজ করা যাবে এর মাধ্যমে।
এ ছাড়াও ফ্যানে রয়েছে স্মার্ট থিংকিং অ্যাপ। ওই অ্যাপের সাহায্যে ব্যবহারকারীরা খুব সহজেই নিজেদের স্মার্টফোন বা ট্যাব থেকে ফ্যানটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। বাংলাদেশি মুদ্রায় ২০ হাজার টাকা থেকে ফ্যানটির দাম শুরু।
ফ্যানটিতে রয়েছে ইনস্ট্যান্ট অব থিংস সাপোর্ট এবং ডুয়াল ওয়িং ফ্যান ব্লেড। এছাড়া ফ্যানে থাকছে এলইডি ডিসপ্লে। ফ্যানের ভেতরে রয়েছে অ্যাডভান্সড ইনভার্টার মোটর, যার ফলে এই ফ্যানের নিরাপত্তা ও স্থায়িত্ব অনেক বেশি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।