মনোহরগঞ্জ বাজারে এসি,সেলুনের মালিক সুজন হালদার ৫০ লক্ষ টাকা নিয়ে উধাও
Warning: Illegal string offset 'text' in /home/alikatog/public_html/wp-content/themes/smrlit/functions/reporters.php on line 774
প্রকাশিত : 01:44 PM, 5 February 2020 Wednesday 1,904 বার পঠিত
কুমিল্লা মনোহরগঞ্জ বাজার থেকে এসি সেলুন ব্যবসায়ি সুজন হালদার গত সোমবার অর্ধরাতে ৫০ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। সুজন হালদার বাড়ি হচ্ছে পশ্চিম পাড়া, ডাকঘর চাঁদশী গৌরনদী বরিশাল। সুজন হালদার মনোহরগঞ্জ বাজারে দীর্ঘ দশ বছর যাবত সেলুন ব্যবসা করে আছেন।মানুষের সাথে ভাল ব্যবহার করে প্রতারণা জাল বিছিয়েছেন। সেই গোপনে ষ্ট্রাপ দিয়ে সবাই কে ঘুমে রেখে দার করে হাতিয়ে নিয়েছেন অর্ধ কোটি টাকা।
ভোক্ত ভোগীদের মধ্যে সব ছেয়ে বেশি টাকা দিয়েন মো শাহাজাহান, মোল্লা বাড়ি ঝলম, ১১ লক্ষ টাকা,অনিক চক্রবর্তী ৩লক্ষ ৭৫ হাজার টাকা, বাড়ি হাটিরপাড়, মো সুমন ৫ লক্ষ টাকা, বাড়ি হাটিরপাড়, মো আব্দুল কুদ্দুস ২লক্ষ ৫০ হাজার টাকা,বাড়ি হাটিরপাড়,মো শাহাআলম বিকাশ দোকানদার, ২লক্ষ টাকা, আবু সুফিয়ান হিরন, ৪ লক্ষ টাকা, মো আরিফ হোসেন, ৩লক্ষ ৫০ হাজার টাকা,ডলার মোল্লা, ৪ লক্ষ টাকা,এই ভাবে আরো অনেকই টাকা পাবেন। এই বিষয় সম্পর্কে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন ভূইয়া কাছ জানতে চাইলে উনি বলেন থানায় কোন অভিযোগ করে নাই, আমি এই সম্পর্কে অবগত নয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।