ভোলায় ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১
প্রকাশিত : ১২:১৩ PM, ১৬ জানুয়ারী ২০২১ শনিবার ৪৬ বার পঠিত
টিপু সুলতান, ভোলা সদর প্রতিনিধিঃ ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের চরকালি গ্রামে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ মোঃ নুর নবী চৌকিদার (২৯) নামের মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। তিনি ভেদুরিয়া ইউনিয়নের চরকালি গ্রামের ২নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আলমগীর চৌকিদারের ছেলে।
শুক্রবার (১৫ই জানুয়ারী) সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলায় কর্মরত এসআই (নিঃ) মোঃ আসাদুজ্জামান খান ও সঙ্গীয় অফিসার ফোর্স এর অভিযানে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পূর্বেও মাদক মামলা রয়েছে এবং পূর্নরায় মাদক মামলা হয়েছে। কিছুক্ষনের মধ্যে তাকে কোর্টে পাঠানো হবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।