ভোলার চরফ্যশন রণক্ষেত্র, নৌকার প্রার্থীর কর্মীদের উপর হামলা আহত-২০
প্রকাশিত : ০৩:৪৯ PM, ১৩ ডিসেম্বর ২০১৯ শুক্রবার ৪,১৩৪ বার পঠিত
চরফ্যাশন প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাশনে নুরাবাদে নৌকা প্রতিকের প্রার্থীর কর্মীদের উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রর্থী আনোয়ারের সমর্থকরা। এতে অন্তঃত ২০ জন আহত হয়েছে। আশঙ্কা জনক ২ জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেলে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রর্থী মোস্তাফাজুর রহমানের সমর্থকরা নির্বাচনি ওয়ার্কে গেলে তাদের উপর হামলা করে প্রতিপক্ষ সতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেনের সমর্থকরা।
পরবর্তীতে এই হামলার ঘটনা দুলারহাট বাজারে ছড়িয়ে পড়লে পুরো এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। এতে ২০ জন আহত হলেও চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমানের ভাই হাফেজ গুরুত্বর আহত হলে তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেলে পাঠানো হয়েছে।
দুলারহাট থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, বর্তামানে পরিস্থিতি পুলিশের নিয়ত্রণে রয়েছে।
আগামী ৩০ ডিসেম্বর চরফ্যশনের নুরাবাদ ইউনিয়নের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।