ভূঞাপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ১০ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা
প্রকাশিত : ০১:৪২ PM, ২৬ জানুয়ারী ২০২১ মঙ্গলবার ৪২ বার পঠিত
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ কাউন্সিলর প্রার্থীকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে এ অভিযান চালিয়ে জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসলাম হোসাইন। এ সময় ভূঞাপুর থানার উপ-পরিদর্শক টিটু চৌধুরীসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসলাম হোসাইন জানান, নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী আচরণ বিধিমালা বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। বিকেলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ জন কাউন্সিলর প্রার্থীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরপরও যদি কোনও প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তাহলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।