ভাষণ পরে আগে একটা সেলফি হয়ে যাক
প্রকাশিত : ০৬:৩৯ AM, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার ২৪২ বার পঠিত
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে ভাষণ দিতে গিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিলেন এল সালভাদরের ৩৮ বছর বয়স্ক তরুণ রাষ্ট্রপ্রধান নায়িব বুকেলে। ভাষণের পূর্বে সকলের উপস্থিতিতে নিজের সেলফি তুলে প্রথম কোনো রাষ্ট্র নায়ক হিসাবে এই চমক সৃষ্টি করেন বুকেলে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এই খবর নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।
প্রকাশিত সংবাদের তথ্য মতে জানা যায়, বৃহস্পতিবার রাতে সাধারণ পরিষদে বক্তব্য দিতে দাঁড়িয়ে উপস্থিত সকলের কাছে ১ সেকেন্ড সময় চেয়ে নিয়ে বুকেলে বলেন, ‘ভাষণ পরে, আগে একটা সেলফি হয়ে যাক।’ এই বলেই তিনি নিজের একটি সেলফি তুলে নিয়ে এরপর হাসিমুখে নিজের বক্তব্য শুরু করেন।
আগে থেকেই সামাজিক যোগাযগ মাধ্যম ব্যবহারের জন্য আলোচিত এই রাষ্ট্র নায়ক এ প্রসঙ্গে বলেন, ‘বিশ্বের যে কয়জন মানুষ আমার এই বক্তব্য শুনবেন তার চেয়ে বেশি মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার এই ছবিটি দেখবেন।’
জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলন আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, এত বড় পরিসরে এই ধরনের আয়োজন না করে অতি সহজেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে তা করা সম্ভব।’
এর আগে জাতিসংঘের কোনো আয়োজনে কোনো রাষ্ট্র বা সরকার প্রধান এধরনের কাণ্ড ঘটিয়ে এমন চমক সৃষ্টি করেননি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।