ভালোবাসায় সিক্ত মিম
প্রকাশিত : ০৭:১৯ AM, ২ অক্টোবর ২০১৯ বুধবার ২৬১ বার পঠিত
বৃষ্টি-বাদলকে উপেক্ষা করেই গত শুক্রবার মুক্তি পেয়েছে বিদ্যা সিনহা মিম অভিনীত বহুল প্রত্যাশিত ছবি ‘সাপলুডু’। গোলাম সোহরাব দোদুল পরিচালিত এ ছবিটির মাধ্যমে ঘুরে দাঁড়াতে চাচ্ছেন মিম। এ কারণে প্রচারণার পাশাপাশি মুক্তির প্রথম দিন থেকেই রাজধানী ও রাজধানীর বাইরের বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকের সঙ্গে ছবি দেখছেন এই নায়িকা। যদিও প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রাথমিকভাবে প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে না পরলেও দর্শকের ভালোবাসায় সিক্ত মিম। তিনি যে প্রেক্ষাগৃহেই যাচ্ছেন, সেখানেই দর্শকের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অনেক দর্শকই মিমের অনবদ্য ও সাবলীল অভিনয়ের প্রশংসার পাশাপাশি সেলফি তোলার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন। সেসব মুহূর্ত ক্যামেরাবন্দি করে নিজের ফেসবুকে পোস্টও করছেন মিম।
দর্শকের এমন ভালোবাসায় অভিভূত হয়ে মিম বলেন, ‘সত্যিই আমার ধারণা ছিল না, দর্শক আমাকে এতটা পছন্দ করেন। সাপলুডু সিনেমাতে অভিনয়ের জন্য আমাদের প্রত্যেককেই অনেক কষ্ট করতে হয়েছে। ঢাকার বাইরে শুটিং করতে গিয়ে অনেক শ্রম দিতে হয়েছে। অনেক বড় একটি ইউনিট নিয়ে মুভ করা, কাজ করা কঠিন একটি কাজ। কিন্তু দোদুল ভাই সবকিছু মেনে নিয়ে কষ্ট করে সিনেমাটি তার মনের মতো করে তৈরি করেছেন। আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য তিনিও আমাকে অনেক সহযোগিতা করেছেন। তারিক আনাম ভাই, জাহিদ ভাই, আরিফিন শুভ’সহ অন্য যারা ছিলেন প্রত্যেকের কাছ থেকে ভীষণ সহযোগিতা পেয়েছি। যে কারণে আমার চরিত্রটির মধ্যে ডুবে থেকে আমি অভিনয় করতে পেরেছি। যার ফলে সিনেমাটি মুক্তির পর দর্শকের কাছ থেকে ভীষণ সাড়া পাচ্ছি। আমার বিশ্বাস ছিল সাপলুডু দর্শকের মনে দাগ কাটবে। হয়েছেও তাই। দর্শকের ভালোবাসায় মুগ্ধ আমি। তাদের প্রতি কৃতজ্ঞ আমি।’
সিনেমাটিতে পুষ্প চরিত্রে অভিনয় করেছেন মিম। তার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। এর আগে মিম ও আরিফিন শুভ একসঙ্গে মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ‘তারকাঁটা’ সিনেমায় অভিনয় করেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।