ভালুকায় বিশ্ব জলবায়ু দিবস পালিত
প্রকাশিত : ০৩:২৪ AM, ২৬ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার ২৩৮ বার পঠিত
খনিজ জ্বালানী ব্যবহার বন্ধ করুন, পরিবেশের ভারসাম্যতা রক্ষা করুন” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে, ময়মনসিংহের ভালুকায় বিশ্ব জলবায়ূ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সবুজ আন্দোলন ভালুকা উপজেলার শাখার উদ্যোগে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌর সড়ক পদক্ষিন শেষে, বাসষ্ট্যান্ড স্মৃতিসৌধ চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সবুজ আন্দোলন কেন্দ্রিয় কমিটির পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার। তিনি বলেন সকল শ্রেণীর মানুষের সহযোগীতায় খনিজ জ্বালানী ব্যবহার বন্ধ করুন, পরিবেশের ভারসাম্যতা রক্ষা করুন” এ প্রতিপাদ্য বিষয়টি বাস্তবায়ন করা সম্ভব, এতে অংশনিতে পারে প্রতিটি স্কুলে শিক্ষার্থী শিক্ষক চাকুরিজিবি সহ সকল পেশার লোকজন, তাহলে এই প্রতিপাদ্য বিষয়টি সম্পূর্ণ ভাবে বাস্তবায়িত হবে। তারি ধারাবাহিকতায় খনিজ জ্বালানী ব্যবহার বন্ধ করুন, পরিবেশের ভারসাম্যতা রক্ষা করুন” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে, ময়মনসিংহের ভালুকায় বিশ্ব জলবায়ূ দিবস পালিত হয়েছে।
সবুজ আন্দোলন ভালুকা উপজেলা শাখার সভাপতি হাজী আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সবুজ আন্দোলন কেন্দ্রিয় কার্য নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
অনুষ্ঠান পরিচালনা করেন সবুজ আন্দোলন ভালুকা শাখার সাধারণ সম্পাদক আমীর আলী ফকির। এসময় বক্তারা বলেন জলবায়ুর পরিবর্তন করতে হলে সমাজের সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে প্রতিটি বাড়ি রাস্তার পাশ স্কুলের পাশে খেলার মাঠের পাশে এবং পড়ে থাকা বাড়ির পাশের খালি যায় গায় গাছ লাগাতে হবে তাহলে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষাপাবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।