ভারতের বিপক্ষে পারলো না বাংলাদেশ
প্রকাশিত : ০৭:১৫ PM, ৪ অক্টোবর ২০১৯ শুক্রবার ২২৭ বার পঠিত
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের নারী ‘এ’ দলের বিপক্ষে হারলো বাংলাদেশ নারী ‘এ’ দল। টস জিতে ব্যাট করতে নেমে ১০৫ রান করে বাংলাদেশ। ভারত জয় পায় ৭৩ বল বাকি থাকতে। এতে ৮ উইকেটে হেরে গেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারত এগিয়ে গেল ১-০ তে। বাকি দুই ম্যাচের একটি জিতলেই সিরিজ তাদের কব্জায়।
সর্বোচ্চ ১৭ রান করে আসে নিগার সুলতানা ও ফাহিমা খাতুনের ব্যাট থেকে। তারা ছাড়া দুই অঙ্কে গেছেন কেবল মুর্শিদা খাতুন ও ফারজানা হক। দুই জনই করেন ১০ করে। ভারতের দেবশ্রী দিব্যদর্শিনী ও টিপি কানওয়ার নেন তিনটি করে উইকেট। তনুশ্রী সরকার নেন দুটি।
বাংলাদেশের দেওয়া টার্গেটে ব্যাট করে নেমে নবম ওভারে এস মেঘানাকে হারায় ভারত। দুই অঙ্কে যাওয়ার আগেই দেবিকা বিদ্যাকে থামান শায়লা শারমিন। তৃতীয় উইকেটে তনুশ্রীর সঙ্গে পঞ্চাশ ছোঁয়া জুটিতে দলকে জয় এনে দেন নুজহাত পারভীন। এই ওপেনার ৬ চারে অপরাজিত থাকেন ৫১ রানে। দুই চারে ২৯ রান করেন তনুশ্রী।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।