ব্রাইটস্কিলস ও টিএবি’র মধ্যে চুক্তি স্বাক্ষর
প্রকাশিত : 09:47 PM, 7 June 2022 Tuesday 316 বার পঠিত
সম্প্রতি দেশের অন্যতম শীর্ষস্থানীয় ই-লার্নিং প্রতিষ্ঠান ব্রাইটস্কিলস ও ট্রাভেলিং গ্রুপ টিএবি-এর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
এই চুক্তির ভিত্তিতে, টিএবি’র সকল সদস্য ব্রাইটস্কিলস এর নির্ধারিত কোর্সসমূহ বিনামূল্যে গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে টিএবি-র প্রতিষ্ঠাতা, আলোকচিত্রি জিসান মির্জা বলেন, এমন একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে টিএবি পরিবার যুক্ত হতে পেরে আনন্দিত বোধ করছে।
উল্লেখ্য, বাংলাদেশের সবচেয়ে দ্রুত অগ্রসরমান ই-লার্নিং প্রতিষ্ঠান ব্রাইটস্কিলস ইতোমধ্যেই বিভিন্ন বয়সী বিশ সহস্রাধিক শিক্ষার্থীর সঙ্গে সরাসরি যুক্ত হয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে চলেছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।