বেপরোয়া ট্রাক কেড়েনিলো তিন শ্রমিকের প্রাণ
প্রকাশিত : ০১:৩৫ PM, ২৬ জানুয়ারী ২০২১ মঙ্গলবার ৫৫ বার পঠিত
মোঃ আনোয়ার হোসেন ধুনট(বগুড়া)প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলা বালুবাহী বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই ভাটা শ্রমিকের।রবিবার ২৪ জানুয়ারি বিকেল ৫ টায় উপজেলার এলাঙ্গী ইউনিয়নের খোকসা হাটা ইটভাটা সংলগ্ন রাস্তায় এই দুর্ঘটনা সংঘটিত হয়।এঘটনায় নিহত দুজন হলেন উপজেলার পূর্ব কান্তনগর গ্রামের নাজিম হোসেনের ছেলে ফারাইজুল হোসেন(১৬),ফকিরপাড়া গ্রামের জিল্লুর হোসেনের ছেলে শামীম হোসেন (১৮)।
স্থানীয় সুত্রে জানা যায়,রবিবার বিকেলে ভাটার কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন তিন শ্রমিক ওয়াশিম,ফারাইজুল,শামীম। এসময় বালুবাহী ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিন আরোহী গুরুতর আহতাবস্থায় রাস্তায় পড়ে থাকে। স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন।সন্ধ্যা ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় ফারাইজুল ও শামীম নামে দুই ইটভাটা শ্রমিক মৃত বরণ করেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপাসিন্ধু বালা জানান ট্রাকের ধাক্কায় নিহত দুই শ্রমিককে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।