বিস্ফোরণ, আইসিইউতে থাকা আরও একজনের মৃত্যু
প্রকাশিত : ০২:১২ PM, ১ জুলাই ২০২১ বৃহস্পতিবার ১৬২ বার পঠিত
রাজধানীর মগবাজারে বিস্ফোরণে আহত হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে থাকা নুরুন্নবী (৩৫) মারা গেছে। এই ঘটনায় এ পর্যন্ত নিহতের সংখ্যা দশ জন।
বৃহস্পতিবার (১ জুলাই) ভোরে মারা যান নুরুন্নবী। শেখ হাসিনা বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নুরুন্নবী শেখ হাসিনা বার্ন ইউনিটের ১৫ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের ৯০ শতাংশ ইনজুরি হয়েছিল।
জানা যায়, নুরুন্নবী পেশায় একজন ভ্যানচালক ছিলেন। তার বাড়ি রাজবাড়ী জেলায়।
উল্লেখ্য, মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ১০ জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন ৬০ জনেরও বেশি। তাদের মধ্যে ১৭ জনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ও ৪৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।