বিরলে প্রয়াত মোসাদ্দেক হোসেন এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত : ০৪:৫৬ AM, ২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার ৩২৭ বার পঠিত
দিনাজপুরের বিরল উপজেলা যুবলীগ এর আয়োজনে উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত মোসাদ্দেক হোসেন এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরন সভা ও দোয়া মাহফিল উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্যে রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব,খালিদ মাহমুদ চৌধুরী এম,পি।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, এম আব্দুল লতিফ। সাধারণ সম্পাদক, ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ. কে. এম মোস্তাফিজুর রহমান (বাবু)। সহ-সভাপতি ও পৌর মেয়র, আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, যুগ্ম-সাধারণ সম্পাদক, বাবু রমাকান্ত রায়, সাংগঠনিক সম্পাদক আল্লামা ইকবাল লাবু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন।
এছারাও উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ এর সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক হাসান ফরিদ বিদ্যুৎ, ছাত্রলীগের সভাপতি সারোয়ারুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শ্রী মিঠুন কুমার রায় প্রমুখ। অনুষ্ঠান সনঞ্চালনায় ছিলেন, উপজেলা যুবলীগের বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বিন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাতের জন্য দোয়া খায়ের করা মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মনসুর আলী।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।