বাহুবলিকে ছাড়িয়ে যাবে সাহো?
প্রকাশিত : 02:24 AM, 15 August 2019 Thursday 519 বার পঠিত
রাজামৌলির বাহুবলির দুই পার্ট ‘বাহুবলি দ্য বিগিনিং’ এবং ‘বাহুবলি দ্য কনক্লুশন’ দুই সিনেমাতেই বাজিমাত করেছেন প্রভাস। বক্স অফিসে আয়ের রেকর্ড করেছিল বাহুবলি। যার মূল আকর্ষণ ছিলেন প্রভাস। আগস্টের শেষে সেই প্রভাসের আরেকটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। যার ট্রেলর ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে। বলিউড সংশ্লিষ্টরা আশা করছেন নায়ক প্রভাসের কারণেই বাহুবলির রেকর্ডও ভাঙতে পারে পরিচালক সুজিত রেড্ডির সাহো।
যদিও সাহোতে বাহুবলির মতো সময় দিতে নারাজ প্রভাস। গত শনিবার মুম্বাইয়ে সাহোর ট্রেলার লঞ্চের আগে তিনি বলেন, ‘আমি আর এই ছবির জন্য আমার জীবনের আরও দুই বছর দিয়ে দিতে রাজি নই, কারণ বাহুবলির জন্য আমি আমার জীবন থেকে চারটি বছর দিয়ে দিয়েছি।’
প্রভাস আরও বলেন, ‘এই ছবির জন্য আবুধাবিতে যে অ্যাকশন দৃশ্যের শ্যুটিং হয়েছে সেটার জন্যই এক বছর সময় লেগেছে। এর জন্য আমাদের অনেক প্রস্তুতি নিতে হয়েছে, অনুশীলন করতে হয়েছে।’
এরপর থেকে বছরে দু’টি ছবি করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন প্রভাস।
তবে সাহোর ট্রেলার বেশ আলোড়ন তুলেছে। বেশি নজর কেড়েছে এর অ্যাকশন সিনগুলো। সব ঠিক থাকলে আগামী ৩০ আগস্ট মুক্তি পাচ্ছে এই ছবি। প্রভাসের সঙ্গে এই ছবিতে জুটি বেঁধেছেন বলিউড সুপারস্টার শ্রদ্ধা কাপুর।
ট্রেলারেই এই জুটিকে হাইভোল্টেজের অ্যাকশন দৃশ্যে দেখা গেছে। অ্যাকশন, টান টান উত্তেজনা, ভিএফএক্স-এর কাজ, রোমান্টিক সিন সবই আছে সাহোতে। প্রভাসের ভক্তরা চান তার নতুন ছবি বাহুবলিকেও ছাড়িয়ে যাক।
যদিও সিনেমা বোদ্ধাদের মতে বাহুবলি মহাকাব্যিক কাজ। তাই প্রভাসের পক্ষে বাহুবলিকে অতিক্রম করা কষ্টকরই বটে! এর জন্য অপেক্ষা করতে হবে মুক্তি পর্যন্ত।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।