বার্সেলোনার রাতে মেসি ম্যাজিক
প্রকাশিত : ০৭:৩১ AM, ৭ অক্টোবর ২০১৯ সোমবার ১০৭ বার পঠিত
সেভিয়ার সঙ্গে লা লিগার ম্যাচে প্রথমার্ধ শেষে ৩-০ গোলে এগিয়ে ছিল বার্সেলোনা। পরের অর্ধে ফ্রি-কিক থেকে গোল করলেন জাদুকর মেসি। বার্সেলোনা ৯ জনের দলে পরিণত হলেও ৪-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে।
ম্যাচের ২৭ মিনিটে বার্সেলোনাকে গোল এনে দেন সুয়ারেজ। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরতুরো ভিডাল। দীর্ঘদিন ইনজুরিতে থাকা বার্সেলোনার ফরাসি ফুটবলার ওসমানে ডেম্বেলে গোল পেলেন। সেভিয়া আর ছন্দে ফিরতে পারেনি। মেসি আক্রমণ বজায় রেখেছেন পরের অর্ধে। একবার একক প্রচেষ্টায় আক্রমণ করেন। ফ্রি-কিক আগের দুটি বারের ওপর দিয়ে চলে গেছে। তবে পরেরটি একেবারে জাল খুঁজে পেয়েছে। তবে ম্যাচের ৮৭ ও ৮৮ মিনিটে দুজন খেলোয়াড় লাল কার্ড দেখে বার্সেলোনার। ডেম্বেলে ও রোনাল্ড বেরিয়ে যান মাঠ থেকে। বার্সেলোনা জয় নিয়েই মাঠ ছেড়েছে ।
চলতি মৌসুমে প্রথম গোলের দেখা পেলেন মেসি। ক্যারিয়ারে ৪৯তম ফ্রি-কিক গোল পেয়েছেন। ক্রিশ্চিয়ানো রোনালদোর ফ্রি-কিক থেকে গোল রয়েছে ৫৪টি।
৮ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় বার্সেলোনা ও এক পয়েন্ট কম পেয়ে তৃতীয় অ্যাটলেটিকো মাদ্রিদ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।