বান্দরবান শহরে অগ্নিকাণ্ডে বসতঘর আগুনে পুড়ে ছাই
প্রকাশিত : ০১:৪৯ PM, ২০ জানুয়ারী ২০২১ বুধবার ৪৬ বার পঠিত
তপন চক্রবর্তী
বান্দরবা জেলা প্রতিনিধি বান্দরবানে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভের পিছনে মোঃ কামাল উদ্দীন এর ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরে থাকা আসবাবপত্র সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সূত্র জানাযায়, মঙ্গলবার (১৯ জানুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন নেভানো হয়। বান্দরবান ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার সাকারিয়া হায়দার উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে এই মূহুর্তে সঠিক তথ্য জানানো সম্ভব নয়।তবে এতে কোনপ্রকার হতাহতের ঘটনা ঘটেনি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।